-
বাঘ-বিধবা!
উনাদের বেশিরভাগ ই বাঘ-বিধবা। অর্থাৎ তাদের স্বামীকে বাঘে খেয়ে ফেলেছে। অনেকের ছেলেকেও বাঘে খেয়েছে। এখন যত কষ্টই হউক ছেলেদের জঙ্গলে মানে সুন্দরবন পাঠান না। মাছের পোনা ধরে, দিনমজুরি করে দিনাতিপাত করেন। সারাদিন মাছ ধরে ১০০+- টাকা বিক্রি করতে পারেন এবং মাসে ১৫ দিনের মতো মাছের পোনা ধরতে পারে। সেই হিসেবে ১৫ দিনে ১৫০০+- টাকার মতো ইনকাম, বাকি সময় টুকটাক শাকসবজি করেন, হাস-মোরগ, ছাগল পালেন। কাজ পেলে দিনমজুরি করেন, সেটাও সবাই পায় না, সবসময় পায় না। সবমিলিয়ে মাসে ইনকাম কতো হিসেব কষতে বসেন? এবং বর্তমান বাজারে মাসিক ৪-৭ টাকা খরচে ৪-৬ জনের সংসার চালান উনারা। সম্ভব?
এদিকে আমাদের সব হাজার কোটি টাকার হিসেব! আহা!ছবিঃ গাবুরা, শ্যামনগর।
৬ অগাস্ট, ২৪
© -
Groups
Learning Material (SA – Sessions)
Private Group
SA
Public Group
Friends
Abdullah Jaman
@jaman
Md Mubtasim Fayez
@fayez21
Sadek Hosen
@sadek
Sumaiya Akter
@nupur
Iffat Sultana Dina
@iffat-dina71

