Explore Opportunities as a Student Ambassador

Register now for career guidance and skill development!

Empowering Tomorrow's Leaders: Become a Centre for Qualitative Research Student Ambassador (CQR-SA)

সেন্টার ফর কোয়ালিটেটিভ রিসার্চ হল গবেষক এবং নীতি নির্ধারকদের একটি ফোরাম যা মানুষের জীবন যাপন ও তাদের কমিউনিটির উন্নয়নে কাজ করে। CQR Student Ambassador (CQR-SA) বিশ্ববিদ্যালয় এবং CQR এর মধ্যে যোগসূত্র তৈরি করতে গুরুত্বপুরর্ণ ভূমিকা পালন করবে। একজন CQR-SA সেন্টার ফর কোয়ালিয়টেটিভ রিসার্চ এর বিভিন্ন পরিকল্পনা এবং উদ্যোগে যুক্ত হয়ে তাদের দক্ষতা উন্নয়ন করার এবং কর্পোরেট জগতের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে কাজ করা, ইভেন্ট অর্গানাইজ করা, তথ্য সংগ্রহ এবং পর্যবেক্ষণ করা, এবং অন্যান্য শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পরামর্শদানে ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সকল শিক্ষার্থীগণ (প্রত্যেক সপ্তাহে ২ ঘন্টা কাজ করার শর্তে) CQR-SA হিসেবে যুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবে।

 

দায়িত্ব:

একজন CQR স্টুডেন্ট অ্যাম্বাসেডরের দায়িত্বের মধ্যে রয়েছে স্বাস্থ্য, সমতা, জলবায়ু পরিবর্তন এবং চরমপন্থার মতো প্রাসঙ্গিক বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেয়া। উন্নয়ন ও গবেষণার বিষয়ে অন্যান্য শিক্ষার্থীদের জন্য ইভেন্ট এবং কর্মশালার আয়োজন করা, ছাত্র ও শিক্ষকদের কাছ থেকে ডেটা এবং প্রতিক্রিয়া সংগ্রহ করা। একজন CQR-SA হিসাবে প্রোগ্রামকে সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের ক্যাম্পাসে CQR-SA -এর উদ্দেশ্য বিকশিত করা।

 

সুবিধাঃ
একজন শিক্ষার্থী CQR-SA হওয়ার ফলে বেশ কিছু সুবিধা পাবে, যেমনঃ নিজের দক্ষতা বিকাশ, কর্পোরেট জগতের ধারণা, গবেষণা পদ্ধতি শেখা, স্বল্পমেয়াদী কাজ, পেইড ইন্টার্নশিপ, ইভেন্ট এবং কনফারেন্সে যুক্ত হবার সুযোগ পাবে এবং প্রত্যেকের CQR থেকে অভিজ্ঞতা সার্টিফিকেট অর্জনের সুযোগ থাকবে। এছাড়াও আরো দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে। একবার CQR-SA হিসাবে যুক্ত হলে আরও বেশি দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।

 

শর্তঃ
যে প্রতিষ্ঠান গুলোতে CQR-SA প্রোগ্রাম চলমান থাকবে শুধুমাত্র সেইসকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ CQR-SA হিসাবে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যুক্ত হওয়ার সুযোগ পাবে। কোন রাজনৈতিক দলে সরাসরি জড়িত থাকা বা ক্যাম্পাস অ্যাম্বাসেডরের মতো অন্যান্য সংস্থার জন্য কাজ করা শিক্ষার্থীগণ অনুপযুক্ত বলে বিবেচনা করা হবে। CQR-SA যুক্ত হবার পর প্রতি সপ্তাহে ন্যূনতম ২ ঘন্টা কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

Centre for Qualitative Research is a forum for researchers, practitioners, and policymakers to improve the lives of people and their communities. For the youth, student ambassadors will serve as a connection between the university and CQR. Being a CQR Student Ambassador (CQR-SA), students will get the opportunities (through CQR initiatives) to develop their skills and gain exposure to the development and the corporate world. They will spread awareness on important topics, organize events, collect data and feedback, and mentor other youth. Eligible students from participating universities can apply to be CQR-SA. This competitive process requires a minimum time commitment of 2 hours per week.

 

BENEFITS:
Being a CQR-SA offers several benefits, such as developing soft skills, gaining insights into the corporate world, learning research methodologies, short-term paid work opportunities, the chance for a paid internship, access to events and conferences, connecting with peers, adding experiences to resume, and certificate from CQR. The full list of benefits is more comprehensive, and one can unlock more benefits once enrolled as a CQR-SA.

 

DUTIES OF STUDENT AMBASSADOR:
The duties of a CQR-SA include spreading awareness on relevant topics such as health, equity, and climate change organizing events and workshops for their peers on development and research topics, collecting data and feedback from students and faculty, developing marketing and outreach programs for their campus, and serving as a youth mentor.

 

ELIGIBILITY OF STUDENT AMBASSADOR:
Available for students from institutions where CQR runs their student ambassador program and in institutions with demand, with a competitive selection process. Direct involvement in political parties or work for other organizations, such as campus ambassadors, will not be eligible. A minimum of 2 hours per week commitment is required.

If you agree with the abovementioned terms and responsibilities, we invite you to join us as a Student Ambassador for the Centre for Qualitative Research. Take the opportunity to grow your skills and positively impact your community. We look forward to welcoming you aboard.

Join as CQR Student Ambassador