-
ইউরোপের মর্যাদাপূর্ণ উচ্চতর স্টাডি প্রোগ্রাম হলো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। ইউরোপের নামকরা প্রতিষ্ঠানগুলো থেকে সমন্বিতভাবে এ বৃত্তি দেওয়া হয়। বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের ইউরোপের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার তহবিল জোগাতে ইউরোপীয় কমিশন এ বৃত্তি দেয়। ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামে গৃহীত শিক্ষার্থীরা চমৎকার শিক্ষার সুযোগ, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশে অধ্যয়নের সুযোগ লাভ করে।
ইউরোপীয় ইউনিয়নের Erasmus Mundus programme এর লক্ষ্য হলো ইউরোপ এবং বাকি বিশ্বের মধ্যে একাডেমিক সহযোগিতার মাধ্যমে উচ্চ শিক্ষার মান উন্নত করা। এই প্রোগ্রামের তিনটি প্রধান উদ্দেশ্য হলো – শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং গবেষণা পদ্ধতিকে আন্তর্জাতিকীকরণের সাথে যুক্ত; বিশেষ শিক্ষার প্রয়োজন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অনুশীলনের বিকাশের উপর প্রভাব নিশ্চিত করা; এবং আন্তর্জাতিক সহযোগিতামূলক নেটওয়ার্ক, প্রকল্প এবং গবেষণা বিকাশ করা।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মোট ১৪০ জন বাংলাদেশি শিক্ষার্থী ইরাসমাস+ স্কলারশিপ পেয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য ইরাসমাস+ প্রোগ্রামের অধীনে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার ডিগ্রি বৃত্তির জন্য ১৫১ জন বাংলাদেশি শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। ২০২১-২০২২ এর জন্য ইরাসমাস+ বৃত্তি প্রদান করা হয়েছে বাংলাদেশের ১৩৯ জন শিক্ষার্থীকে।
২০২০ সালে, ডেটা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, জলবায়ু পরিবর্তন, জেন্ডার স্টাডিজ, সার্কুলার ইকোনমি, জনস্বাস্থ্য, জনস্বাস্থ্যের মতো ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার জন্য ইউরোপের বিভিন্ন শহরে অধ্যয়নের জন্য মোট ১৪০ টি বৃত্তি অর্জন করে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৭৭ জন বাংলাদেশি শিক্ষার্থী এই সম্মানজনক বৃত্তি লাভ করেছে।
প্রদত্ত তথ্যের আলোকে এটি প্রচুরভাবে প্রতীয়মান যে প্রতি বছর আরও বেশি বাংলাদেশী শিক্ষার্থী ইরাসমাস+ প্রোগ্রামে আবেদন করতে অনুপ্রাণিত হচ্ছে।
Groups
SA
Public Group
Learning Material (SA – Sessions)
Private Group
Friends
Abdullah Jaman
@jaman
Md Mubtasim Fayez
@fayez21
Sadek Hosen
@sadek
Sumaiya Akter
@nupur
Iffat Sultana Dina
@iffat-dina71